মোংলা প্রতিনিধি:

মোংলায় আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগ এর আয়োজনে আজ ১৪ ই নভেম্বর সকাল ১১ টায় মোংলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোংলা উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি সুনীল কুমার বিশ্বাস। এ সময় আওয়ামীলীগের অঙ্গ সংঘঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বক্তব্যে সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, মোংলা পোর্ট পৌরসভার আগামী নির্বাচনে কাউন্সিলর ও মেয়র পদে দলীয় ভাবে মনোনয়ন দেয়া হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে। তিনি বলেন গত নির্বাচনে আমাদের দলীয় প্রার্থীদের হেরে যাওয়ার একমাত্র কারণ ছিলো সমন্বয়হীনতা। তিনি হুশিয়ারি দেন যদি দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ কাজ করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

বর্ধিত সভা শেষে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এর সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে