Dhaka ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন হাওর ইজারা বন্ধ করতে হবে: ফরিদা আখতার ‘ওয়ারেন্টি দিচ্ছি, দেশের মানুষ নিরাপত্তা ও সম্মান নিয়ে বাঁচবে’ ৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেটের ঘোষণা আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে : আলী রীয়াজ ট্রাম্প-জিনপিং তৈরি করবে না, মোদিও ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় : নাহিদ ইসলাম আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

স্বাস্থ্যবিধির বালাই নেই, ক্রেতাশূন্য কোরবানির হাট

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
  • ৮৯ Time View

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে রাজধানীতে কোরবানির হাট না বসানোর পরামর্শ দিয়েছিল করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এরপরও দুই সিটিতে ১৭টি অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে। আছে দুটি স্থায়ী পশুর হাটও। কিন্তু কোনও হাটেই করোনা সংক্রমণ ঠেকাতে ন্যূনতম পদক্ষেপও দেখা যাচ্ছে না। পশুর হাটগুলোতে কোনও ধরনের স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না।

গতকাল শুক্রবার রাজধানীর পোস্তগোলা, গোপীবাগ বালুর মাঠ, সাঈদনগর ও গাবতলী পশুর হাটে সরেজমিনে ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সিটি করপোরেশন নির্ধারিত পশুর হাটগুলোতে এরইমধ্যে কোরবানির পরু তুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। ক্রেতা টানতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ইজারাদাররা। তবে হাটগুলোয় এখনও ব্যবসায়ী ও ইজারাদার ছাড়া ক্রেতাদের উপস্থিতি তেমন একটা চোখে পড়ছে না।

কিন্তু ক্রেতা, বিক্রেতা কিংবা ইজারাদার যারাই পশুর হাটে আসছেন তাদের কারোরই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কোনও ভ্রুক্ষেপ দেখা যায়নি। জীবাণুনাশক উপকরণ তো দূরের কথা, বেশিরবাগ ব্যবসায়ীর মুখে মাস্ক পর্যন্ত নেই। নেই পশুর হাটের আশপাশে হাত ধোয়ার কোনও ব্যবস্থা কিংবা তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থাও। ইজারাদাররা জানিয়েছেন, হাট জমে উঠলে এসব ব্যবস্থাপনা ঠিক হয়ে যাবে।

পোস্তগোলা, গোপীবাগ বালুর মাঠ, সাঈদনগর ও গাবতলী পশুর হাটে সরেজমিন ঘুরে দেখা যায়, এখনও হাটগুলো ক্রেতাশূন্য। দেশের নানা প্রান্ত থেকে আসা খামারিরা নিজের মতো করে সময় কাটাচ্ছেন। কেউ গরুর জন্য খাবার ব্যবস্থা করছেন, কেউ হাটের অবকাঠামো ঠিক করছেন, কেউবা পাশের ব্যবসায়ীর সঙ্গে খোশগল্প করছেন। এভাবেই কাটছে তাদের সময়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, শনিবার ও রবিবার ঢাকার বাইরে থেকে পর্যাপ্ত পশু হাটে ঢুকবে। তবে হাট ক্রেতাশূন্য হলেও কোরবানির পশুর চড়া দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। এবছর হাটগুলোতে ভারতীয় গরু এখনও চোখে পড়েনি। দেশি গরুই উঠানো হচ্ছে। করোনা নিয়ে ভয় যেটুকুই থাক, চলমান করোনা পরিস্থিতি পশু বিক্রি ও দাম নিয়ে চিন্তায় আছেন ব্যবসায়ীরা।

এদিকে পশুর হাটের স্বাস্থ্যবিধি বজায় রাখতে উত্তর সিটি করপোরেশন ১০ সদস্যের একটি মনিটরিং কমিটি দিয়েছে। ইতোমধ্যে কমিটির সদস্যদের তৎপরতা চোখে পড়েছে। কোরবানির হাটে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে শুরু থেকেই কঠোর অবস্থানের কথা বলা হচ্ছে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকেও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন

স্বাস্থ্যবিধির বালাই নেই, ক্রেতাশূন্য কোরবানির হাট

Update Time : ০৪:৩৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে রাজধানীতে কোরবানির হাট না বসানোর পরামর্শ দিয়েছিল করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এরপরও দুই সিটিতে ১৭টি অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে। আছে দুটি স্থায়ী পশুর হাটও। কিন্তু কোনও হাটেই করোনা সংক্রমণ ঠেকাতে ন্যূনতম পদক্ষেপও দেখা যাচ্ছে না। পশুর হাটগুলোতে কোনও ধরনের স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না।

গতকাল শুক্রবার রাজধানীর পোস্তগোলা, গোপীবাগ বালুর মাঠ, সাঈদনগর ও গাবতলী পশুর হাটে সরেজমিনে ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সিটি করপোরেশন নির্ধারিত পশুর হাটগুলোতে এরইমধ্যে কোরবানির পরু তুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। ক্রেতা টানতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ইজারাদাররা। তবে হাটগুলোয় এখনও ব্যবসায়ী ও ইজারাদার ছাড়া ক্রেতাদের উপস্থিতি তেমন একটা চোখে পড়ছে না।

কিন্তু ক্রেতা, বিক্রেতা কিংবা ইজারাদার যারাই পশুর হাটে আসছেন তাদের কারোরই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কোনও ভ্রুক্ষেপ দেখা যায়নি। জীবাণুনাশক উপকরণ তো দূরের কথা, বেশিরবাগ ব্যবসায়ীর মুখে মাস্ক পর্যন্ত নেই। নেই পশুর হাটের আশপাশে হাত ধোয়ার কোনও ব্যবস্থা কিংবা তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থাও। ইজারাদাররা জানিয়েছেন, হাট জমে উঠলে এসব ব্যবস্থাপনা ঠিক হয়ে যাবে।

পোস্তগোলা, গোপীবাগ বালুর মাঠ, সাঈদনগর ও গাবতলী পশুর হাটে সরেজমিন ঘুরে দেখা যায়, এখনও হাটগুলো ক্রেতাশূন্য। দেশের নানা প্রান্ত থেকে আসা খামারিরা নিজের মতো করে সময় কাটাচ্ছেন। কেউ গরুর জন্য খাবার ব্যবস্থা করছেন, কেউ হাটের অবকাঠামো ঠিক করছেন, কেউবা পাশের ব্যবসায়ীর সঙ্গে খোশগল্প করছেন। এভাবেই কাটছে তাদের সময়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, শনিবার ও রবিবার ঢাকার বাইরে থেকে পর্যাপ্ত পশু হাটে ঢুকবে। তবে হাট ক্রেতাশূন্য হলেও কোরবানির পশুর চড়া দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। এবছর হাটগুলোতে ভারতীয় গরু এখনও চোখে পড়েনি। দেশি গরুই উঠানো হচ্ছে। করোনা নিয়ে ভয় যেটুকুই থাক, চলমান করোনা পরিস্থিতি পশু বিক্রি ও দাম নিয়ে চিন্তায় আছেন ব্যবসায়ীরা।

এদিকে পশুর হাটের স্বাস্থ্যবিধি বজায় রাখতে উত্তর সিটি করপোরেশন ১০ সদস্যের একটি মনিটরিং কমিটি দিয়েছে। ইতোমধ্যে কমিটির সদস্যদের তৎপরতা চোখে পড়েছে। কোরবানির হাটে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে শুরু থেকেই কঠোর অবস্থানের কথা বলা হচ্ছে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকেও।