টিপু সুলতান,নন্দীগ্রাম,বগুড়া:

বগুড়ার নন্দীগ্রামে গুলিয়া কৃঞ্চপুর এমএইচ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দোতালা ভবন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

৩১ শে অক্টোবর বিকেল ৩ টায় উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের গুলিয়া কৃঞ্চপুর এমএইচ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দোতালা ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

গুলিয়া কৃঞ্চপুর এমএইচ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফেরদৌস আলী মৃধার সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, উপ-সহকারী প্রকৌশলী ওমর ফারুক, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, বিএনপি নেতা শাহ মো. আল-হেলাল, আলাউদ্দিন সরকার, বেলায়েত হোসেন আদর, আব্দুল মজিদ মাসুদ, নজরুল ইসলাম, আব্দুল হাকিম, যুবদল নেতা মো. আলেকজান্ডার, আব্দুর রউফ রুবেল, শফিউল আলম সুমন, ছাত্রদল নেতা জুয়েল রানা, তারেক রহমান ও সিয়ামুল বারী রাব্বী প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে