♦ আমার বানটি♦
% শাণিত সাহা স্নিগ্ধ %

আমার একটা মুরগি আছে
নাম তাঁর বানটি,
ওর একটি বন্ধু আছে
ওর নাম সানটি।
তাঁদের একটি পুতুল আছে
সে খুব মিষ্টি,
তাঁরা খুব ভালো জুটি
ভালোবাসে বৃষ্টি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে