YOU MAY SPEAK ENGLISH COURSE
কিভাবে If যুক্ত Conditional বাক্য গঠন করতে হয়।
ভিডিও:
If + Present Indefinite + Future Indefinite
যদি তুমি হাঁটো, আমি হাঁটবো।
If you walk, I will walk.
যদি তুমি দৌড়াও, আমি দৌড়াবো।
If you run, I will run.
যদি তুমি খেল, আমি খেলবো।
If you play,I will play.
যদি তুমি সাঁতার কাটো, আমি সাঁতার কাটবো।
If you swim, I will swim.
যদি তুমি গান গাও, আমি গান গাইবো।
If you sing, I will sing.
যদি তুমি নাচো, আমি নাচবো।
If you dance, I will dance.
এভাবেই আমরা If + Present Indefinite + Future Indefinite ব্যবহার করে If যুক্ত Present Conditional বাক্য তৈরি করবো।
এখন আমরা If + Past Indefinite + Past conditional/Future in the past বাক্য তৈরি করবো।
যদি তুমি গান গাইতে, তাহলে আমিও গান গাইতাম।
If you sang, I would sing.
যদি তুমি দৌড়াতে, আমিও দৌড়াতাম।
If you ran,I would run.
যদি তুমি হাঁটতে, আমিও হাঁটতাম।
If you walked, I would walk.
যদি তুমি ঘুমাতে, আমিও ঘুমাতাম।
If you slept, I would sleep.