ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় ছুরি হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এ ঘটনায় অন্তত প্রাথমিকভাবে দুই জন নিহতের খবর পাওয়া গেছে। পরে গুরুতর আহত আরও একজনের মৃত্যু হওয়াতে নিহতের সংখ্যা তিন জনে দাঁড়িয়েছে।
শহরের মেয়র ক্রিস্টিয়া এস্ত্রোজি এ হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন। এ ঘটনাকে শহরের নোত্র দাম গির্জার ওপর সন্ত্রাসী হামলা বলে মনে করছেন তিনি।
মেয়র ক্রিস্টিয়া এস্ত্রোজি জানান, হামলাকারীকে আটক করা হয়েছে।
ফ্রান্সের প্রচারমাধ্যম ইউরোপ ১- জানিয়েছে, এক ব্যক্তি ছুরি দিয়ে কয়েকজনের ওপর হামলা চালিয়েছে। সে এক নারীসহ দুই জনকে গলা কেটে হত্যা করেছে।
গ্রেফতারের পরও হামলাকারী ‘আল্লাহ আকবর’ বলে যাচ্ছিল বলে সাংবাদিকদের জানিয়েছেন মেয়র। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কিছুক্ষণ পর নিস-এ পৌঁছাবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। ওই ঘটনার পর অন্তত ৫০টি মসজিদ ও মুসলিম-অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এর মধ্যেই বৃহস্পতিবার নতুন করে ছুরি হামলার ঘটনা ঘটলো।
সূত্র: ডি ডব্লিউ।