জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে ষ্টেশনের একজন কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার (২২ জুলাই) রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) মৃত্যুবরণ করেছেন। তার নাম নুর এ নিয়ামত আলী (৩৪)।
তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রামের অবসরপ্রাপ্ত ষ্টেশন মাষ্টার মৃত আব্দুল করিমের ছেলে। তিনি আক্কেলপুর ষ্টেশনের সিগন্যাল খালাসী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ নিয়ে জয়পুরহাটে করোনায় তিন জনের মৃত্যু হলো। তার মৃত্যুর পর বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিম জোনের রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আক্কেলপুর ষ্টেশনকে ক্লোজডাউন (বন্ধ) ঘোষণা করা হয়েছে।

আক্কেলপুর ষ্টেশন সুত্রে জানা গেছে, সিগন্যাল খালাসী নুর এ নিয়ামত বেশ কিছুদিন থেকে জ্বরে আক্রান্ত হলে গত ২০ জুলাই সোমাবার তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষার পর মঙ্গলবার তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। গেল রাত আড়াইটার দিকে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।

আক্কেলপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার খাতিজা বেগম জানান, সিগন্যাল খালাসী নুর এ নিয়ামত আলী ষ্টেশনে কর্মরত থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে বুধবার সন্ধ্যায় মারা যান। বিষয়টি জানার পর রেলওয়ের পাকশী পশ্চিম জোনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজ সকাল ৬টা থেকে আক্কেলপুর রেলওয়ে ষ্টেশনকে ক্লোজডাউন ঘোষণা করে। ষ্টেশনের ১৪ জন কর্মকর্তা-কর্মচারী এখন সেই নির্দেশ পালন করছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে