মোংলা প্রতিনিধি:
নানা আয়োজনে মোংলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানটেশন মাস অক্টোবর ২০২০ ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে র্যালী আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী,উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন,বিশ্বব্যাপি মহামারি করোনা ভাইরাস আগামীতে যাতে সংক্রমণ না ছড়াতে পারে সেদিকে সবাইকে সচেতন হতে হবে।সামনে শীতকালে করোনা ঝুঁকি থেকে বাঁচতে এখন থেকে সবাইকে প্রস্তুতি নিতে হবে এজন্য নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে এর ফলে করোনার ঝুঁকি অনেকাংশে কম যাবে। খাবারের আগে অবশ্যই হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে কিন্তু আমরা অনেকেই তা করিনা।করোনা সংক্রমণের শুরু থেকেই সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারের পক্ষ থেকে সবার জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদী বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। মানুষ তার সুফলো পেতে শুরু করেছে। অনুষ্ঠান শেষে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত হাত ধোয়ার সামগ্রী অর্ধ শতাধিক অসহায় পরিবারের মাঝে বিতরন করেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।