টিপু সুলতান, নন্দীগ্রাম,বগুড়া:

বগুড়ার নন্দীগ্রামে দুর্গাপূজা মন্ডপের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করতে মুহূর্তে জুয়েল হোসেন নামক ১ জনের মৃত্যু হয়েছে।

সে উপজেলার রণবাঘা বাজারের জলি ডেকোরেটর মালিক আব্দুল জলিলের ছেলে। জুয়েল হোসেন রণবাঘা বাজারে তার পিতার ডেকোরেটর পরিচালনা করতো।

জানা গেছে, রণবাঘা বাজার দুর্গাপূজা মন্ডপে জুয়েল হোসেন ডেকোরেশন ও লাইটিংয়ের কাজ করে। ২৬শে অক্টোবর প্রতিমা বিসর্জন শেষ হলে সন্ধ্যার পর থেকে সে বৈদ্যুতিক সরঞ্জামাদি সরিয়ে নেয়ার কাজ শুরু করে। রাত আনুমানিক ৮ টার দিকে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করতে লেগে জুয়েল হোসেন বিদ্যুতায়িত হয়। এরপর দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৯ টায় তার মৃত্যু ঘটে। ২নং নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে