আশরাফুল ইসলাম সুমন, সিংড়া,নাটোর:

নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন পুজা মন্ডপে নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

অক্টোবর মাসের ২২ তারিখ থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা
যা চলবে ২৬ তারিখ পর্যন্ত।

শান্তিপূর্নভাবে উৎসবটি পালনের জন্য পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও প্রতিটি পূজা মণ্ডপে স্থানীয়দের সমন্বয়ে একটি আইনশৃঙ্খলা কমিটি থাকবে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করবে।

জানা গেছে, এবার পূজা মণ্ডপে মহিলা স্বেচ্ছাসেবকও থাকবে। স্থানীয় বখাটেরা যেন নারীদের উত্ত্যক্ত করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ স্বেচ্ছাসেবকরা প্রস্তুত থাকবে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, অন্যান্য বছরের মতো এবারো শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের ক্ষেত্রে সিংড়া থানা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। প্রতিমা বিসর্জন পর্যন্ত নিরাপত্তা দেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে