প্রিয় শুধু তুমি
মিজানুর রহমান

শুধু তুমি কথাটার মধ্যে
আজও রয়েছে,
আবেগ মিশ্রিতধ্বনি,
এ নয়নে শুধু তুমি,
প্রিয় শুধুই তুমি।

রুক্ষ শুষ্ক মরুভূমিতে,
মরুদ্দ্যান এর মাঝেও
প্রিয় শুধু তুমি,
ভূস্বর্গের তুষারপাতের মাঝেও,
প্রিয় শুধু তুমি।

চামেলি ,রজনীগন্ধা, হাসনাহেনার মাঝেও         প্রিয় শুধু তুমি,
গোলাপের নির্যাস এর মাঝেও
প্রিয় শুধু তুমি।

তেঁতুলের টক ও ডাবের জলের,
মাঝেও প্রিয় শুধু তুমি,
বারানসির পানপাতার মাঝেও
প্রিয় শুধু তুমি।

রান্নার কিচেনে খুনসুটি ,
কপালে হলুদের তিলক,
তার মাঝেও
প্রিয় শুধু তুমি,
পার্কের সেই লুকোচুরি খেলার
মাঝেও প্রিয় শুধু তুমি।

মন ভোলানো সেই গোধূলি সন্ধ্যায়,
শিশির ভেজা গল্পগুজবের
মাঝেও প্রিয় শুধু তুমি।

কাবেরী নদের জলোচ্ছ্বাস
এর মাঝেও
প্রিয় শুধু তুমি।

বৃষ্টি বর্ষায় আকাশে বাহারি রামধনুর,
মাঝেও প্রিয় শুধু তুমি,
গ্রীষ্মের অমোঘ পরিবেশের
মাঝেও প্রিয় শুধু তুমি।

তুমি সুন্দর ,চেয়ে থাকার
মাঝেও প্রিয় শুধু তুমি,
শুধু বলি আমি আমি,
সবার মাঝেও
প্রিয় শুধু তুমি।

ঠাকুর দর্শনে পুষ্পাঞ্জলির
মাঝেও প্রিয় শুধু তুমি,
ঘুগনি খাওয়ায় তেষ্টা মেটানোর কলতলায়ও
প্রিয় শুধু তুমি।

এক চিলতে রোদের,
মৃদু হাসির মাঝেও
প্রিয় শুধু তুমি,
নিদ্রা নিষ্ঠার মাঝেও
প্রিয় শুধু তুমি।

প্রিয় তুমি নাহি কাছে,
তার মাঝেও শুধু তুমি,
ভালো আছি ,ভালো থেকো
তার মাঝেও
প্রিয় শুধু তুমি।

আজও সেই প্রেম নিবেদনের
মাঝেও প্রিয় শুধু তুমি,
প্রিয় তুমি আসবে নতুন সাজে,নতুন রূপে,
কত সুন্দর দৃশ্যে
প্রিয় শুধু তুমি।

প্রেমের মোহনায় যেন
প্রিয় শুধুই তুমি,
সত্যি কি তুমি প্রেম মোহিনী?
প্রিয় ,শুধু তুমি ।
সত্যি কি? প্রিয় শুধু তুমি,
না নিছকই এক ভ্রম।

মিজানুর রহমান

2 মন্তব্য

  1. এককথায় অনবদ্য, এত সুন্দর রচনা কৌশলী অবলম্বনে লেখা, মন ছুয়ে গেলো

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে