টিপু সুলতান, নন্দীগ্রাম,বগুড়া:
বগুড়ার নন্দীগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ই অক্টোবর) বিকেল ৫ টায় উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের বুড়ইল উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন কুমার চৌহানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য কানাই রাম চৌহান, সুপদ চৌহান ও আদিবাসী যুব পরিষদ সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি সুনিল রবিদাস বাবু প্রমুখ।
এ সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা ও সবার মতামতের ভিত্তিতে কমিটি গঠনের আলোচনা করা হয়। সভাটি পরিচালনা করেন নিতাই কুমার সুমন।