টিপু সুলতান,নন্দীগ্রাম,বগুড়া:
বগুড়ার নন্দীগ্রামে মাস্ক ব্যবহার না করায় ৩জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
করোনাভাইরাস সংক্রমণরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। কিন্তু অনেকেই মাস্ক ব্যবহার করছে না। তা তদারকি করছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার (১৩অক্টোবর) বিকাল ৫.৩০ ঘটিকায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহার না করায় ৩ জনের ৯০০/- টাকা জরিমানা করে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার না করায় তিনজনের জরিমানা করা হয়েছে। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন নন্দীগ্রাম থানার এস আই মোঃ চাঁন মিয়া।
দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ধারায় তাদের জরিমানা করা হয়।