গোলাম রাব্বানী, পুঠিয়া,রাজশাহী:
সম্প্রতি ধর্ষণবিরোধী প্রতিবাদের নামে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও ঢাকায় মুজিব কোট পোড়ানোর প্রতিবাদে পুঠিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।
সোমবার দুপুর ১১ টায় পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু’র নেতৃত্বে উপজেলা গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, সাবেক ছাত্র নেতা এবিএম সাখাওয়াত হোসেন বাশার।
এছাড়াও উক্ত মানববন্ধনে পুঠিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মুজিব কোটে আগুন দেওয়া মানে সারা বাঙ্গালীর শরীরে আগুন দেওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করা মানে সারা দেশবাসীকে কটুক্তি করা। যারা এই ধরনের কাজ করেছে তাদের যেন কোন ভাবেই ছাড় দেওয়া না হয়। এই জাতীয় কাজের জন্য যারা দায়ী তাদেকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীও জানান।
এবং পরবর্তীতে এরকম বিকৃত মানসিকতা পরিবর্তন করে সুস্থ ধারার রাজনীতিতে আসার আহ্বান ও জানান বক্তারা।