অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪২ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ২৭৫১ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৭৪৪জন। এপর্যন্ত শনাক্ত হলেন ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন। আজ সুস্থ হয়েছে ১৮০৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ২০২ জন।
২২ জুলাই, বুধবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৫০ টি। এদের মধ্যে রোগী শনাক্ত হয়েছেন ২৭৪৪ জন।
এদিকে ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১ কোটি ৫০ লাখ ৯৩ হাজার ২৪৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৬ লাখ ১৯ হাজার ৪৬৫ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৯১ লাখ ১০ হাজার ৬২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫৩ লাখ ৬৩ হাজার ১৫৮ জন করোনারোগী, যাদের মধ্যে ৬৩ হাজার ৬৮৮ জনের অবস্থা গুরুতর।