মোংলা প্রতিনিধি:

মোংলা পোর্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুশান্ত সরকারের মৃত্যুতে মোংলায় স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

১০/১০/২০২০ ইং তারিখ শনিবার সকাল ১০ মোংলা উপজেলার আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে এ স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মোংলা পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দু্র রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা যুব লীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, যুগ্ম সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু,পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা সুশান্ত সরকারের কর্মময় জিবন তুলে দরে বলেন সুশান্ত সরকার ছিলেন দলের জন্য নিবেদিত প্রাণ।পৌরসভার কাজের পাশা পাশি তিনি দলের নির্দেশনা অনুযায়ী কাজ কোরতেন। তার মৃত্যুতে আমরা একজন ত্যাগী মানুষকে হারিয়েছি।

স্মরণ সভায় বক্তারা বর্তমান পৌর মেয়র জুলফিকার আলীর কঠোর সমালোচনা করেন।
পৌরসভা থেকে যত তাড়াতাড়ি সম্ভব সুশান্ত সরকারের যাবতীয় পাওনা তার সন্তানদের কাছে পৌঁছে দিতে মেয়রের প্রতি আহ্বান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে