গোলাম রাব্বানী, পুঠিয়া,রাজশাহী:
রাজশাহী, নোয়াখালী, সিলেটসহ দেশব্যাপি অব্যাহত ধর্ষণের প্রতিবাদে পুঠিয়াতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল  অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুঠিয়া উপজেলা পরিষদের  সামনে ধর্ষণের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ  মিছিলে পুঠিয়ার  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষজন উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণবিরোধী নানা স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা সারা দেশব্যাপী ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান এবং নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনার সাথে জড়িত সকল অপরাধিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার আহবান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে