সুপ্রভাত উত্তরবঙ্গ
🖋নীল আকাশ
সুপ্রভাত উত্তরবঙ্গ
তোমায় হাজার
শুভেচ্ছা।
বহু বাধা-বিঘ্ন পেরিয়ে
ছোট্ট চারাগাছ তুমি
রোপিত হয়েছো।
আশা রাখি বিরাট মহিরুহে
পরিণত হবে ঠিক
একদিন সর্বোচ্চ শিখরে মাথা
তুলে দাঁড়াবে,সাথে ছিলাম
সাথে আছি, সাথে থাকবো।
ভয় পেয়োনা, সত্যকে তুলে
ধরো,নির্ভয়ে চলো অচিরেই
অন্ধকার ঘুচবে সূচি শুভ্র
আলো ফুটবে নির্ঘাত,
সুপ্রভাত উত্তরবঙ্গ
সুপ্রভাত।
পরাজয়কে দূরে ফেলে
জয়ের মালা পরবে
নিশ্চয়ই,
সত্য বলো সত্য লেখ
সত্যের জয় আসবেই।
রোজকার খবর,কবিতা,নাটক
সাহিত্য, বিনোদন এবং খেলা,
কোন কিছুই যেন বাদ না যায়
কিছুকেই করবেনা হেলা।
ঘুম ভাঙ্গলেই যেন দেখি তোমায়
করবেনা কখনও নিয়ম ভঙ্গ,
সুপ্রভাত “সুপ্রভাত উত্তরবঙ্গ।”