টিপু সুলতান, নন্দীগ্রাম,বগুড়া:

বগুড়ার নন্দীগ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন।

জানা গেছে, এলজিএসপির বরাদ্দকৃত অর্থদ্বারা হুইল চেয়ার, পরিবেশ বান্ধব বন্ধুচুলা, ইউডিসির জন্য ল্যাপটপ, প্রিন্টার ও ফাটোস্ট্যাট মেশিন ক্রয় করে তা বিতরণ করা হয়। এছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫৭২ জন উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের প্রমুখ। থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন জানিয়েছে স্বচ্ছভাবে খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের তালিকা করে কার্ড দেয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে