প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা নিয়ে তিনদিনের সফরে কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ রবিবার কুয়েতের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সাবেক আমিরের মৃত্যুতে শোক বার্তা পৌঁছে দেবেন এবং কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহকে অভিবাদন জানাবেন। পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে কুয়েতের নতুন আমিরের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বলেও জানায় সূত্র।
সূত্র আরও জানায়, পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে কুয়েত সরকারের জন্য বিশেষ বার্তাও নিয়ে যাচ্ছেন।
এদিকে কুয়েতের আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার একদিনের শোক পালন করেছে বাংলাদেশ।
প্রসঙ্গত, শুক্রবার কুয়েতের আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে ঢাকাস্থ কুয়েতের দূতাবাসে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেছেন পররাষ্ট্রমন্ত্রী। গত ২৯ সেপ্টেম্বর আমেরিকার একটি হাসপাতালে মারা যান কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহ। তার মৃত্যুর পর নতুন আমির হিসেবে দায়িত্ব পান দেশটির ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ।
সফর শেষে আগামী ৬ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।