রাজশাহী প্রতিনিধিঃ
দেশের অন্য জেলার চেয়ে রাজশাহীতে শিল্পপ্রতিষ্ঠান কম, তাই উৎপাদনশীলতায় এ জেলা অনেক পিছিয়ে আছে। রাজশাহী জেলায় উৎপাদনশীলতা বাড়াতে হলে এখানে শিল্পপ্রতিষ্ঠান বাড়াতে হবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
আজ শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হক।
উৎপাদনশীলতায় রাজশাহীর সার্বিক পরিস্থিতি তুলে ধরে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, রাজশাহীতে জেলা উৎপাদনশীল কমিটি গঠন ও এর পাশাপাশি দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে হবে। দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে পারলে উৎপাদনশীলতার হার অনেক বেড়ে যাবে। তিনি মনে করেন,রাজশাহী জেলায় একটি উৎপাদনশীল কমিটি গঠন করা জরুরি। এই কমিটি রাজশাহীর সার্বিক উৎপাদন পরিস্থিতি নিয়ে কাজ করবে। রাজশাহীতে কোথায় কোন পণ্য উৎপাদিত হচ্ছে এই বিষয়গুলো তুলে ধরবে। এর পাশাপাশি কোন পণ্য বেশি উৎপাদন হয়েছে, কোন পণ্য কম উৎপাদন হয়েছে এই তথ্যগুলোও সঠিকভাবে তুলে ধরবে।
আলোচনা সভায় বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উপ-মহাব্যবস্থাপক জাফর বায়োজিদ, রাজশাহী সুগার মিলের ব্যবস্থাপক (উৎপাদন) রুহুল আমিন, উইমেন এন্টার প্রিনিয়াম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) জেলা সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপিসহ বিভন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।