পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় তরিকুল ইসলাম (৩৩) নামে এক মোটর সাইকেল আরোহীর নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বোদা উপজেলার বাইপাস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তরিকুল বোদা পৌর এলাকার জামাদার পাড়ার আমিরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে তরিকুল বাইপাস সড়কের পাশের মসজিদে আসরের নামাজ পড়ে মসজিদ থেকে মোটরসাইকেল যোগে বাইপাস সড়কে উঠলে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তরিকুল।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর নিহতের বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেন।