টিপু সুলতান,নন্দীগ্রাম,বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে দোকান ঘর ভাংচুর করায় থানায় অভিযোগ হয়েছে। উপজেলার হাটকড়ই বাজারে একটি দোকান ঘর ভাংচুর করায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে দামরুল গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী নুরজাহান (৩৫)।
অভিযোগে জানা গেছে, তার শ্বশুর আব্দুল আজিজ খাঁন ২০০৭ সালে জনৈক ফনি চন্দ্রের নিকট থেকে একটি দোকান ঘর ক্রয় করে মুদির দোকান চালায়। তিনি বৃদ্ধ হওয়ার কারণে ২ মাস পূর্বে ওই দোকান ঘর জাকারিয়াকে মাসিক ভাড়া দেয়া হয়। এদিকে বিবাদী গৌতম চন্দ্র (৩০), নিহার চন্দ্র (৩০) এবং অজ্ঞাত ৪/৫ জন ওই দোকান ঘর জবরদখল করতে নানাভাবে কুটকৌশল ও হুমকি প্রদান করে থাকে। এমতাবস্থায় ৩০শে সেপ্টেম্বর তারা ওই দোকান ঘর ভাংচুর করে। এতে তাদের অপূরণীয় ক্ষতিসাধন হয়েছে। তাই এ বিষয়ে নুরজাহান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে থানার এসআই আব্দুর রহিম জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
বগুড়ার নন্দীগ্রামে দোকান ঘর ভাংচুর করায় থানায় অভিযোগ
-
Reporter Name
- Update Time : ০১:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
- ২১২ Time View
Tag :
Popular Post