চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
রাজশাহী র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নে আবাদী জমিতে অভিযান পরিচালনা করে (২০ (বিশ)টি কাঁচা ছোট বড় বিভিন্ন উচ্চতার গাঁজার গাছ যার কান্ড, সবুজ পাতা ও ডালপালাসহ ওজন ৫৫ (পঞ্চান্ন) কেজি গাঁজা সহ মিজানুর রহমান কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামি শিবগঞ্জ উপজেলার দাইপুরিয়া ইউনিয়নের কর্ণখালী পশ্চিমপাড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডের আতাহার হোসেনের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,
উক্ত মাদক চাষকারী দীর্ঘদিন যাবৎ গাঁজা চাষ করে আসিতেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাঁজা চাষ করার কথা স্বীকার করে।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ০১টি মামলা হয়েছে।