সিংড়া, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় বালুবাহী ট্রলার যাতায়াতের সময় ব্রীজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন দাবিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে সড়ক অবরোধ করে শ্রমিকরা।
এসময় নাটোর-বগুড়া সড়কের সিংড়া ফেরিঘাটের দু পারে অর্ধ শত যানবাহন আটকা পড়ে। প্রায় ২০ মিনিট অবরোধ করে রাখে শ্রমিকরা।
এসময় বক্তব্য রাখেন, নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও পৌর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হাসান ইমাম।
বক্তারা, মঙ্গলবার প্রভাবশালী একটি মহলের বালুবাহী ট্রলার আত্রাই নদী সিংড়া ফেরিঘাট ব্রীজ পার হবার পথে নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজে সজোরে ধাক্কা দেয়। এতে ব্রীজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দাবিতে ব্রীজটি সংরক্ষন এবং সেতু কর্তৃপক্ষকে পরিদর্শনের দাবি জানান তারা।