রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুরে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৪ সেপ্টেম্বর) বুধবার দিনভর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়ন পরিষদের হলরুমে মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় বর্তমানে চলমান করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করণীয় সম্পর্কে, মানবাধিকার ও আইন সহায়তা কমসূচি লিগ্যাল এইড কার্যক্রমের অংশ প্রতিরোধে করণীয়, মানবপাচার,বাল্য বিবাহ প্রতিরোধে করণীয়, সালিশ যোগ্য ও অযোগ্য অপরাধ বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ও পানানগর ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে সভায় অংশগ্রহন করেন ইউনিয়নের কাজী, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক ও ব্র্যাকের সদস্যরা।
উক্ত মতবিনিময় সভায় সঞ্চালনায় ছিলেন রাজশাহী জেলা ব্র্যাকের জেলা ব্যবস্থাপক এ্যাড মোঃ আতিকুর রহমান,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী খাঁন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানানগর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সেলিম রেজা সহ সকল ইউপি সদস্য।
সভাটি সার্বিক সহযোগিতা ছিলেন দূর্গাপুর ব্র্যাকের এইচ আর এর এস মোছাঃ রুপালী খাতুন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে