বর্ষাকালে বন্ধ থাকে ইটভাটা। পরিত্যক্ত পড়ে থাকে ইটভাটার শত শত বিঘা জমি। এবার ইটভাটার পরিত্যক্ত এইসব জমিতে আউশ ধানের আবাদ হয়েছে চুয়াডাঙ্গায়। এর ফলে আরো সমৃদ্ধ হবে জেলার খাদ্যভাণ্ডার।

করোনায় খাদ্য সংকট মোকাবেলায় দেশের এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পর চলতি আউশ মৌসুমে সোনালী ধানের শীষে ভরেছে চুয়াডাঙ্গা ইটভাটাগুলো। করোনার এই সংকটে এ থেকে খাদ্যের যোগান হবে অনেকের।

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান জানান, উপজেলা কৃষি অফিসের পরিকল্পনায় চলতি আউশ মৌসুমে ৩৪টি ইটভাটার ১৮০ বিঘা জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। এ থেকে ১২৬ মেট্রিক টন ধান উৎপাদন হবে।

ইটভাটায় ধান উৎপাদনের এই পরিকল্পনাটি পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়িত হলে খাদ্যভান্ডার সমৃদ্ধে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছে কৃষি বিভাগ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে