মোংলা প্রতিনিধি:
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বরে পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ আওয়ামীলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। সুতরাং আওয়ামীলীগের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দুষ্কৃতিকারী সুবিধাবাদীদের দলে ঠাঁই দেবেন না।লেবাসধারীরা দলের অনেক ক্ষতি করছে । সন্ত্রাসী, চাঁদাবাজ,দুর্নিয়তি বাজদের বাংলাদেশ আওয়ামীলীগে কোন ঠাঁই হবে না।সবাই সাবধান হয়ে যান।
এ সময় তিনি আরো বলেন,করোনাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে অসহায় দরিদ্রদের নিয়মিত ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং আগামীতেও অব্যাহত থাকবে। আগামী মাস থেকে নদীতে ইলিশ বা জাটকা ধরার নিষেধাজ্ঞা আসছে। এসময় নদীর উপর নির্ভরশীল জেলে পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে নিয়মিত সহায়তা করা হবে। আমাদের মোংলা- রামপালের এমপির পক্ষ থেকে পৌর এলাকার ৭শত পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হলো। প্রয়োজনে আরো সহায়তা করা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রহমানের,উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী,উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান নাহিদ প্রমুখ।
পরে উপজেলা ও পৌর আওয়ামীলীগের বর্ধিত সভায় অংশ নেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।