Dhaka ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা দুই মাস বাড়ালো ইসি সংস্কার না করে কোনো নির্বাচনেই ভালো ফল পাওয়া যাবে না : কমিশন প্রধান ঢাকায় রাতের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, বাড়বে গরমের অনুভূতি জলবায়ু অভিঘাত মোকাবিলায় টেকসই কর্মসূচি বাড়ানো হবে: পরিবেশ উপদেষ্টা রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি : নেপালের রাষ্ট্রদূত শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার ১৯১ রানেই অলআউট টাইগাররা প্রধান উপদেষ্টা কাতার সফরে যাচ্ছেন সোমবার

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে সিআইডি

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
  • ৯০ Time View

লিবিয়ায় মানবপাচারের শিকার হতভাগ্য ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। 

এছাড়া এ ঘটনায় দায়ের হওয়া মানবপাচারের আরও ১৩টি মামলা তদন্ত করছে সংস্থাটি। এরইমধ্যে বেশ কয়েকজনকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। সিআইডি প্রধান জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত শেষেই নির্ভুল চার্জশিট দেয়া হবে।

গত ২৮ মে লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে মিজদা অঞ্চলে ২৬ বাংলাদেশীকে গুলি করে হত্যা করা হয়। ইউরোপ গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন ছিল এদের। সেই স্বপ্নের মৃত্যু হয় মানপাচারকারী চক্রের হাতে পড়ে।

ঘটনার পর স্থানীয় মানব পাচরকারীদের বিরুদ্ধে সারা দেশে ২৬টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে দুটি মামলা দায়ের করে সিআইডি। এরই মধ্যে গ্রেফতার হয়েছে ৪৩ জন। তাদের ২২ জন ১৬৪ ধারায় জবানবন্দীও দিয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান জানান, গত কয়েকদিন যাবত আমরা চেষ্টা করছি গ্রেফতার করার জন্য। তাদেরকে যদি অ্যারেস্ট করতে পারি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে যদি নতুন নাম আসে সেখানে হয়তো আরেকটু বাড়বে।

সন্দেহভাজন অনেককে গোয়েন্দা নজরদারীতে রাখা হয়েছে। সব তথ্যের সত্যতা যাচাই করেই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান সিআইডি প্রধান।

সিআইডি প্রধান আরও বলেন, তারা কাদেরকে কালেক্ট করলো, কে কোথায় নিয়ে গেল, কে টিকেট দিল, কোথা থেকে ফিরে আসলো- এই সবগুলোকে কালেক্ট করার জন্য যে ডকুমেন্ট দরকার হয় সেই ডকুমেন্টগুলো কালেক্ট করা আমাদের খুব বড় চ্যালেঞ্জ হয়। তারপরও আমরা যে কয়টা মামলা নিয়েছি, সে মামলাগুলো নিয়ে স্পেশালাইড কাজ করছি। আমরা আশা করছি, তাদেরকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক লোকের নাম আসতে পারে।

সমন্বিত চেষ্টায় মানব পাচারকারী চক্রের শেকড় উদপাটন সম্ভব বলে মনে করেন সংস্থাটির প্রধান।
ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, আমাদের ইনভেস্টিগেশন, আপনাদের অ্যাওয়ারনেস, মিনিস্ট্রিরির কিছু প্রিভেনটিভ রেজাল্ট- এসব কিছু মিলে ভাল একটা পর্যায়ে আমরা আসবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে সিআইডি

Update Time : ০৭:৪৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০

লিবিয়ায় মানবপাচারের শিকার হতভাগ্য ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। 

এছাড়া এ ঘটনায় দায়ের হওয়া মানবপাচারের আরও ১৩টি মামলা তদন্ত করছে সংস্থাটি। এরইমধ্যে বেশ কয়েকজনকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। সিআইডি প্রধান জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত শেষেই নির্ভুল চার্জশিট দেয়া হবে।

গত ২৮ মে লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে মিজদা অঞ্চলে ২৬ বাংলাদেশীকে গুলি করে হত্যা করা হয়। ইউরোপ গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন ছিল এদের। সেই স্বপ্নের মৃত্যু হয় মানপাচারকারী চক্রের হাতে পড়ে।

ঘটনার পর স্থানীয় মানব পাচরকারীদের বিরুদ্ধে সারা দেশে ২৬টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে দুটি মামলা দায়ের করে সিআইডি। এরই মধ্যে গ্রেফতার হয়েছে ৪৩ জন। তাদের ২২ জন ১৬৪ ধারায় জবানবন্দীও দিয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান জানান, গত কয়েকদিন যাবত আমরা চেষ্টা করছি গ্রেফতার করার জন্য। তাদেরকে যদি অ্যারেস্ট করতে পারি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে যদি নতুন নাম আসে সেখানে হয়তো আরেকটু বাড়বে।

সন্দেহভাজন অনেককে গোয়েন্দা নজরদারীতে রাখা হয়েছে। সব তথ্যের সত্যতা যাচাই করেই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান সিআইডি প্রধান।

সিআইডি প্রধান আরও বলেন, তারা কাদেরকে কালেক্ট করলো, কে কোথায় নিয়ে গেল, কে টিকেট দিল, কোথা থেকে ফিরে আসলো- এই সবগুলোকে কালেক্ট করার জন্য যে ডকুমেন্ট দরকার হয় সেই ডকুমেন্টগুলো কালেক্ট করা আমাদের খুব বড় চ্যালেঞ্জ হয়। তারপরও আমরা যে কয়টা মামলা নিয়েছি, সে মামলাগুলো নিয়ে স্পেশালাইড কাজ করছি। আমরা আশা করছি, তাদেরকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক লোকের নাম আসতে পারে।

সমন্বিত চেষ্টায় মানব পাচারকারী চক্রের শেকড় উদপাটন সম্ভব বলে মনে করেন সংস্থাটির প্রধান।
ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, আমাদের ইনভেস্টিগেশন, আপনাদের অ্যাওয়ারনেস, মিনিস্ট্রিরির কিছু প্রিভেনটিভ রেজাল্ট- এসব কিছু মিলে ভাল একটা পর্যায়ে আমরা আসবো।