সিরিজ হেরে গেলেও হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি র‍্যাংকিংয়ের শীর্ষস্থান থাকার স্বস্তি নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ড হেরেছে ৫ উইকেটে।

সাউদাম্পটনে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৫ রান জড়ো করে স্বাগতিক ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫ রান করেন ওপেনার জনি বেয়ারস্টো। ৪৪ বলের মোকাবেলায় তিনি হাঁকিয়েছেন তিনটি করে চার-ছক্কা। এছাড়া জো ডেনলি ১৯ বলে অপরাজিত ২৯, ভারপ্রাপ্ত অধিনায়ক মঈন আলী ২৩ ও ডেভিড মালান ২১ রান করেন।

অজিদের পক্ষে দুটি উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩১ রানে ম্যাথু ওয়েডকে হারায় অস্ট্রেলিয়া। এরপর অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিস প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তাদের বিদায়ের পর দল আবার খেই হারালেও মিচেল মার্শ ও অ্যাশটন অ্যাগারের ব্যাটে ভর করে ৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।

দলের পক্ষে ৩৯ রান করে অপরাজিত থাকেন মার্শ। এছাড়া অধিনায়ক ফিঞ্চ ৩৯, স্টয়নিস ২৬ ও অ্যাগার অপরাজিত ১৬ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ডের পক্ষে তিনটি উইকেট শিকার করেন আদিল রশিদ।

এই ম্যাচ হারলে ইংল্যান্ডের কাছে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান হারাতে হত অস্ট্রেলিয়াকে। সিরিজ হারলেও তাই র‍্যাংকিংয়ের শীর্ষে থাকার তৃপ্তি গায়ে মাখতে পারে ফিঞ্চের দল।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১৪৫/৬ (২০ ওভার)

বেয়ারস্টো ৫৫, ডেনলি ২৯*, মঈন ২৩
জাম্পা ৩৪/২, স্টার্ক ২০/১ 

অস্ট্রেলিয়া ১৪৬/৫ (১৯.৩ ওভার)

মার্শ ৩৯*, ফিঞ্চ ৩৯, স্টয়নিস ২৬
রশিদ ২১/৩, টম ২৩/১

ফল – অস্ট্রেলিয়া  ৫ উইকেটে জয়ী
সিরিজ – ইংল্যান্ড ১ ব্যবধানে জয়ী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে