সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসছেন রিয়া চক্রবর্তী। এই পরিস্থিতিতে রিয়ার সমর্থনে মন্তব্য করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়লেন বিদ্যা বালান। 

বিদ্যা বালান লেখেন, ” অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অকাল মৃ্ত্যু নিয়ে সংবাদ মাধ্যমে যেন সার্কাস চলছে। রিয়ার এই পরিস্থিতিতে একজন মহিলা হিসাবে আমারও হৃদয় ভেঙে যাচ্ছে। এটা কি একজন নির্দোষ যতক্ষণ না দোষী প্রমাণিত হয় সেই বিষয়, নাকি একজন দোষী যতক্ষণ না নিজেকে নির্দোষ প্রমাণ করে সেটা? একজন নাগরিকের সাংবিধানিক অধিকারের প্রতি কিছুটা সম্মান প্রদর্শন করা উচিত। আইনকে আইনের পথে চলতে দিন।”

বিদ্যার এই মন্তব্যের পরই তাকে নেটিজেনদের আক্রমণের মুখে পড়তে হয়। একজন বিদ্যা বালানকে কটাক্ষ করে লেখেন, ”সুশান্তের মৃত্যুর পর যখন এসএসআর -এর পরিবার তার জন্য কাঁদছিল, তখন কি আপনার হৃদয় পাথর হয়ে গিয়েছিল! ভণ্ডামিরও একটা সীমা থাকে!” একজন লেখেন, ”সুশান্তের মৃত্যুতে এই মহিলা শোকপ্রকাশ করেননি, তবে মাদক পাচারকারী রিয়ার জন্য এনার হৃদয় কাঁদছে”

একজন লিখেছেন বিদ্যার হৃদয় রিয়ার জন্য কাঁদছে, ”যখন একজন ৭৪ বছরের ব্যক্তি তার ছেলেকে হারান, তাতে ওনার কষ্ট হয়নি।”

সুশান্তের মৃত্যুতে সম্প্রতি রিয়ার সমর্থনে মুখ খোলেন অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চু। ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে তিনি রিয়ার সমর্থনে মুখ খোলার আবেদন করেন। লক্ষ্মী মাঞ্চুর টুইটের পরই মুখ খোলেন বিদ্যা। তবে শুধু বিদ্যা নন, এর আগে রিয়ার সমর্থনে মুখ খুলে স্বরা ভাস্করকেও নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে