নিজস্ব প্রতিবেদক: সংসদীয় কয়েকটি আসনের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দলকে সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করতে হবে।

আজ বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে দলের সম্পাদক মন্ডলীর সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি নির্বাচনের ইশতেহার নিয়ে সংশ্লিষ্টদের আলোচনা করার নির্দেশ দেন। প্রেক্ষিত পরিকল্পনা নিয়ে খোঁজ নেয়া এবং বিষয়ভিত্তিক সম্পাদকদের নিজ নিজ ক্ষেত্র নিয়ে কাজ করার আহবানও জানান শেখ হাসিনা।

দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হবে। পরিবেশ রক্ষায় গাছ লাগানো হচ্ছে। এছাড়া ভূমিহীনদের খুঁজে বের করে পূর্নবাসন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, টিএসসিকে আধুনিকভাবে গড়ে তোলা হবে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ হাজার রোগীর চিকিৎসা করার মত সক্ষমতা বাড়ানো হবে।

ঐতিহ্য বজায় রেখে কেন্দ্রীয় শহীদ মিনারও পূনঃবিন্যাস করা হবে। একই সাথে পাবলিক লাইব্রেরি, জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোকে আধুনিক করে সাজিয়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোক জানিয়ে তাঁর কর্মময় জীবন আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বাংলাদেশের সকল সংকটে পরম বন্ধু ছিলেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে