মসজিদ ও ওয়াজ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি, রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য এবং ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে জামায়াত সমর্থক মাওলানা আবদুর রহমান দিদারীকে (২৭) গ্রেফতার করা হয়েছে।

শেরপুর থানা পুলিশ শুক্রবার রাতে শেরপুরের বাগড়া কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

এর আগে কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী সঞ্জু তার বিরুদ্ধে মামলা করেন।

শনিবার সকালে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ তথ্য দিয়েছেন। তিনি জানান, তাকে আদালত হাজির করে সাতদিনের রিমান্ড চাওয়া হবে।

শেরপুর থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে বাগড়া কলোনী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে ফেসবুকে পোস্ট দেয়ার একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাওলানা দিদারী বলেন, মাওলানা সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার ক্ষোভ থেকে তিনি এসব স্ট্যাটাস দিয়েছেন।

তিনি আরও জানান, শনিবার দুপুরে মাওলানা আবদুর রহমান দিদারীকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে