Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইরান নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে : ট্রাম্প

  • Reporter Name
  • Update Time : ০৫:৪২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • 33

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেছেন, নতুন কোনো স্থানে পারমাণবিক কর্মসূচি আবার শুরু করতে পারে ইরান। যদিও গত (জুন) মাসে মার্কিন হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে পিছিয়ে গেছে বলে উল্লেখ করেছেন তিনি।

তবে, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, তেহরান নতুন কোনো গোপন জায়গায় তাদের এই কর্মসূচি আবার শুরু করতে পারে। খবর আলজাজিরার।

ট্রাম্প আরও জানিয়েছেন, ইরান তাদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিতে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ (ইউরেনিয়ামকে পারমাণবিক জ্বালানি বা বোমার জন্য উপযুক্ত করে তোলা) বন্ধ করতে রাজি হয়নি। এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে।

ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘকাল ধরে আন্তর্জাতিক উদ্বেগের কারণ। পশ্চিমা দেশগুলো আশঙ্কা করে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে সরে আসে ও ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। সম্প্রতি, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইরানের পারমাণবিক কর্মসূচি আবারও আলোচনার কেন্দ্রে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

ইরান নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে : ট্রাম্প

Update Time : ০৫:৪২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেছেন, নতুন কোনো স্থানে পারমাণবিক কর্মসূচি আবার শুরু করতে পারে ইরান। যদিও গত (জুন) মাসে মার্কিন হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে পিছিয়ে গেছে বলে উল্লেখ করেছেন তিনি।

তবে, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, তেহরান নতুন কোনো গোপন জায়গায় তাদের এই কর্মসূচি আবার শুরু করতে পারে। খবর আলজাজিরার।

ট্রাম্প আরও জানিয়েছেন, ইরান তাদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিতে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ (ইউরেনিয়ামকে পারমাণবিক জ্বালানি বা বোমার জন্য উপযুক্ত করে তোলা) বন্ধ করতে রাজি হয়নি। এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে।

ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘকাল ধরে আন্তর্জাতিক উদ্বেগের কারণ। পশ্চিমা দেশগুলো আশঙ্কা করে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে সরে আসে ও ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। সম্প্রতি, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইরানের পারমাণবিক কর্মসূচি আবারও আলোচনার কেন্দ্রে এসেছে।