নিজস্ব প্রতিবেদক: বিদেশগামীদের জন্য করোনা পরীক্ষার ফি কমালো সরকার। এখন তাদের করোনা শনাক্ত করতে লাগবে দেড় হাজার টাকা। আগে এরমূল্য ছিল সাড়ে ৩ হাজার টাকা।
সোমবার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনারোধে তাইওয়ান সরকারের পক্ষ থেকে পাঠানো স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠান শেষে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পিসিআর টেস্টের জন্য আমরা যে ফি নির্ধারণ করেছিলাম তা কমিয়ে দেয়া হয়েছে। ২০০টাকার টেস্ট ১০০ টাকা, ঘরে বসে টেস্ট ৫০০ থেকে৩০০ টাকা করা হয়েছে। যারা টেস্ট করে বিদেশে যায় তাদের পরীক্ষা সাড়ে তিন হাজার থেকে কমিয়ে একহাজার ৫০০ টাকা করে দেয়া হয়েছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপুমুনশি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার,বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, স্বাস্থ্যসেবাবিভাগের সচিব মো. আবদুল মান্নান, ঢাকায় তাইওয়ানট্রেড সেন্টারের পরিচালক তিমথি ডব্লিড. ডি. সো,ম্যানেজার রঞ্জন চক্রবর্তী।