রুদ্র অয়ন এর অনু কবিতাগুচ্ছ
পোড়া মন
কত সহস্র আগুনে পুড়ি রোজ
পুড়েছি ছাই চাপা হাজার অভিমানে,
তুমি কতটুকু পোড়াবে আমায়
তোমার দহন কতটা পোড়াতে জানে?
মিথ্যে হাসি
কাউকে ঠকিয়ে কিম্বা কাঁদিয়ে
তুমি বিজয়ের হাসি হাসছো!
জানো কি কতটা অসহায় হয়ে
নিজের তৈরি সাগরে ভাসছো?
ইচ্ছের মৃত্যু
কত শত ইচ্ছেরা যে
ডানা মেলে ওড়তে চায়,
বাস্তবতা গলা চেপে
আপোস করতে শেখায়।
স্মৃতির দহন
কত শত স্মৃতি
কত কথা হাসি মনে পড়ে,
হৃদয়ের গহীনে
সকলই আজ পুড়ে মরে!
কেউ কারও নয়
কতটা তোমায় বেসেছিলেম ভালো
সে খবর তুমি রাখলে কই,
কত শত  পথ  পাশাপাশি হেঁটেছি
তবুও আজ কেউ কারো নই!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে