মোংলা প্রতিনিধি:

উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় লঘুচাপ মৌসুমী বায়ু এবং বায়ুচাপ পার্থক্যের আধিক্যের কারনে শনিবারও মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।
শনিবার সকাল থেকে প্রচুর পরিমান বৃষ্টি শুরু হয়েছে।
কিছু দিন ধরে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকা জুড়ে দূযোর্গপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। কখনো কখনো থেমে থেমে আবার কখনো কখনো টানা বৃষ্টি হচ্ছে। মোংলা ও সুন্দরবন উপকূলীয় নদ- নদী এবং খালে জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে কোথাও কোথাও দুই থেকে তিন ফুট পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে উপকূলীয় এলাকার মানুষের মাঝে কিছুটা আতংক দেখা দিচ্ছে। উপকূলবর্তী অনেক পরিবার মানবেতর জিবন পার করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা।
সুন্দরবনের করমজায় পর্যটন ও বন্য প্রজনন কেন্দ্রের রাস্তাঘাট তলিয়ে গেছে। নদী খাল-বিলের পানি বৃদ্ধি পাওয়ায় চরম আতংকে এবং ঝুকিতে রয়েছে এখানকার ১০ হাজারের বেশি চিংড়ির ঘের মালিকেরা।
আকস্মিক নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দরের পশুর চ্যানেল ও মোংলা নদীর পাড়ে নির্মিত পৌরসভার মেরিন ড্রাইভ সড়কটি চরম ক্ষতির ঝুঁকিতে রয়েছে। যে সড়কটি পৌর এলাকার প্লাবন রক্ষার প্রধান মাধ্যম।
এদিকে মোংলা বন্দরে অবস্থানরত জাহাজের মালামাল ওঠানামার কাজ থেমে থেমে করতে হচ্ছে। বৃষ্টি আসলে কাজ বন্ধ করতে হচ্ছে এবং বৃষ্টি থামলে কাজ আবারও শুরু করছে। বিশেষ করে সার ক্লিংকার অন্য অন্য  যে সব মালামাল যেগুলোতে বৃষ্টির পানি লাগলে নষ্ট হতে পারে সেই জাহাজ গুলোর কাজ বন্ধ রয়েছে। এছারাও জাহাজের হ্যাচে পানি জমে জাহাজের গভিরতা বেরে যাওয়ায় পন্য খালাসে জটিলতা দেখা দিচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে