Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাইডাল লুকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • 33

মডেলিং বা ফটোসেশনে এখন প্রায়ই দেখা মেলে ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। নিজের সামাজিক মাধ্যমে তা ভক্ত-অনুরাগীদের কাছে ভাগ করে নেন নিয়মিতই। তাই প্রতিবারের মতো এবারও নিজেকে নতুন রূপেই মেলে ধরলেন নায়িকা।

সাধারণত ব্রাইডাল মেকওভারে প্রায়ই নিজেকে ধরা দেন অপু। আর এতে যেন নায়িকা হয়ে ওঠেন আরও অনন্য। বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন অপু বিশ্বাস। যেখানে নায়িকার চমৎকার বধূবেশের সাজসজ্জা নাড়া দিয়েছে ভক্তদের মনে।

অপু বিশ্বাসের নিত্য নতুন ফ্যাশন সেন্স বরাবরের মতোই নতুন রূপে উপস্থাপন করে নায়িকাকে। এর আগেও বহুবার ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন অপু। তবে এবারের ব্রাইডাল মেকওভারে অপুকে দেখা গেল ওয়েস্টার্ন লুকে, এক রাজকীয় আবহে। এদিন অপুর পরনে সাদা-সিলভার টোনের গাউন, বেশ খানিকটা মেকআপ ও অল্প কিছু অলংকার।

নজরকাড়া এই লুকের সঙ্গে প্রতিটি ছবিতেই নায়িকার চোখে মুখে ফুটে ওঠে সৌন্দর্য। তবে মন্তব্য ঘরে বরাবরের মতো মুগ্ধতা ছড়াতে ভোলেননি তার ভক্তরা। তাদের একজনের মন্তব্য এমন- নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকন।

আপাতত কোনো সিনেমা নিয়ে ব্যস্ততা না থাকলেও এখন মডেলিং বা ফটোসেশন নিয়েই ব্যস্ততা অপুর। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মেকওভারে নিজেকে সাজিয়ে নানা পোশাক, অর্নামেন্টেস কোম্পানির ‘ব্র্যান্ডিং’ করছেন তিনি। এর বাইরে ছুটি কাটাতে কিংবা অবকাশ যাপন করতে দেশের বাইরেও যান নায়িকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

ব্রাইডাল লুকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

Update Time : ০৩:৫৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

মডেলিং বা ফটোসেশনে এখন প্রায়ই দেখা মেলে ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। নিজের সামাজিক মাধ্যমে তা ভক্ত-অনুরাগীদের কাছে ভাগ করে নেন নিয়মিতই। তাই প্রতিবারের মতো এবারও নিজেকে নতুন রূপেই মেলে ধরলেন নায়িকা।

সাধারণত ব্রাইডাল মেকওভারে প্রায়ই নিজেকে ধরা দেন অপু। আর এতে যেন নায়িকা হয়ে ওঠেন আরও অনন্য। বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন অপু বিশ্বাস। যেখানে নায়িকার চমৎকার বধূবেশের সাজসজ্জা নাড়া দিয়েছে ভক্তদের মনে।

অপু বিশ্বাসের নিত্য নতুন ফ্যাশন সেন্স বরাবরের মতোই নতুন রূপে উপস্থাপন করে নায়িকাকে। এর আগেও বহুবার ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন অপু। তবে এবারের ব্রাইডাল মেকওভারে অপুকে দেখা গেল ওয়েস্টার্ন লুকে, এক রাজকীয় আবহে। এদিন অপুর পরনে সাদা-সিলভার টোনের গাউন, বেশ খানিকটা মেকআপ ও অল্প কিছু অলংকার।

নজরকাড়া এই লুকের সঙ্গে প্রতিটি ছবিতেই নায়িকার চোখে মুখে ফুটে ওঠে সৌন্দর্য। তবে মন্তব্য ঘরে বরাবরের মতো মুগ্ধতা ছড়াতে ভোলেননি তার ভক্তরা। তাদের একজনের মন্তব্য এমন- নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকন।

আপাতত কোনো সিনেমা নিয়ে ব্যস্ততা না থাকলেও এখন মডেলিং বা ফটোসেশন নিয়েই ব্যস্ততা অপুর। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মেকওভারে নিজেকে সাজিয়ে নানা পোশাক, অর্নামেন্টেস কোম্পানির ‘ব্র্যান্ডিং’ করছেন তিনি। এর বাইরে ছুটি কাটাতে কিংবা অবকাশ যাপন করতে দেশের বাইরেও যান নায়িকা।