Dhaka ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জ আদালতে মমতাজকে ডিম নিক্ষেপ

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • 39

জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে লক্ষ্য করে মানিকগঞ্জ আদালতে ডিম নিক্ষেপ করেছে জনতা। শুনানি শেষে তাকে প্রিজনভ্যানে তোলার সময় ছাত্রদল, যুবদল ও সাধারণ জনগণ ‘ফাঁসি চাই’ স্লোগান দিয়ে এসব ডিম ছুড়ে মারেন।

এর আগে বৃহস্পতিবার (২২ মে) সকালে গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে মমতাজ বেগমকে আদালতে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ আদালত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় আজ শুনানিতে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়া মমতাজের নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত ৩০ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি দায়ের করেন। সেই মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ওসি আরও বলেন, আদালত থেকে প্রিজনভ্যানে তোলার সময় মানুষ কিছু ডিম নিক্ষেপ করেছে। আমি সারাক্ষণ তার পাশেই ছিলাম, আমারও ডিম লেগেছে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ ও ৩ এর বিচারক মুহম্মদ আব্দুন নূর ও আইভি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি হয়। এর আগে ঢাকায় বেশ কিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়। সেখান থেকে আজ মানিকগঞ্জ আদালতে হাজির করা হয় তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

মানিকগঞ্জ আদালতে মমতাজকে ডিম নিক্ষেপ

Update Time : ০৭:৪৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে লক্ষ্য করে মানিকগঞ্জ আদালতে ডিম নিক্ষেপ করেছে জনতা। শুনানি শেষে তাকে প্রিজনভ্যানে তোলার সময় ছাত্রদল, যুবদল ও সাধারণ জনগণ ‘ফাঁসি চাই’ স্লোগান দিয়ে এসব ডিম ছুড়ে মারেন।

এর আগে বৃহস্পতিবার (২২ মে) সকালে গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে মমতাজ বেগমকে আদালতে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ আদালত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় আজ শুনানিতে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়া মমতাজের নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত ৩০ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি দায়ের করেন। সেই মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ওসি আরও বলেন, আদালত থেকে প্রিজনভ্যানে তোলার সময় মানুষ কিছু ডিম নিক্ষেপ করেছে। আমি সারাক্ষণ তার পাশেই ছিলাম, আমারও ডিম লেগেছে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ ও ৩ এর বিচারক মুহম্মদ আব্দুন নূর ও আইভি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি হয়। এর আগে ঢাকায় বেশ কিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়। সেখান থেকে আজ মানিকগঞ্জ আদালতে হাজির করা হয় তাকে।