রুদ্র অয়ন এর কবিতা
ভেঙে যাওয়া মন
নশ্বর এই দুনিয়ায়
কে আপন কেবা পর,
কেউ গড়ে কেউ দেয় ভেঙে
হৃদয়- মনের ঘর।
চারিধারে অথৈ পানি, মাঝে
স্বপ্নের বালুচর,
ভেঙে যে গেছে যত্নে গড়া
আমার হৃদয় ঘর।
এক নিমিষে উড়িয়ে নিল
প্রলয় ঘূর্ণিঝড়,
ভেঙে যে গেছে যত্নে গড়া
আমার হৃদয় ঘর।
কেউ বোঝোনা কারও ব্যথা
দুনিয়া স্বার্থপর,
কেউ গড়ে কেউ দেয় ভেঙে
হৃদয়- মনের ঘর।