রুখে দাও দুর্নীতি
🖋 রুদ্র অয়ন
সুশাসন সত্যের ছড়াক জ্যোতি,
ঘুচে যাক সকল অসংগতি।
দুর্নীতি জাতিকে করে দূষণ,
সততাই হোক দেশের ভূষণ।
অন্যায় দেখে পেয়োনা ভয় ভীতি,
রুখে দাঁড়াও সকল দুর্নীতি।
দুর্নীতি সকল হলেই শেষ,
এগিয়ে যাবে যে বাংলাদেশ।
দুর্নীতি প্রতিরোধে এসো লড়ি
ন্যায় প্রতিষ্ঠায় দেশটা গড়ি।