সপ্তাহ খানেকের বিরতির পর আবারো আজ থেকে পুনরায় শুরু হওয়ার কথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। আজ শনিবার একমাত্র ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।
এই ম্যাচটি বেঙ্গালুরুর ঘরের মাঠে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা ছিল। আর টস হওয়ার কথা ছিল স্থানীয় সময় ৭টায়। তবে বৃষ্টির কারণে নির্ধাতিত সময়ে টস হয়নি।
এখনো মাঠে বৃষ্টি হচ্ছে। তাই খেলা কখন শুরু হতে পারে সে ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।