Dhaka ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে নিষিদ্ধ ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ২২ Time View

আগামী মাস থেকে মাঠে গড়াবে ক্লাব বিশ্বকাপ। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টটির আয়োজক যুক্তরাষ্ট্র। ফুটবলের বড় দুই আসর আয়োজনের দায়িত্ব পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৫ সালে হবে ফিফা ক্লাব বিশ্বকাপ আর ঠিক ১ বছর পর যৌথভাবে যুক্তরাষ্ট্র আয়োজন করবে ফিফা বিশ্বকাপ।

যুক্তরাষ্ট্রের দূতাবাসে ১৫ হাজার সহিংস ফুটবল ভক্তের তালিকা দিয়েছেন আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ। সোমবার (১২ মে) বুয়েন্স এইরেসে যুক্তরাষ্ট্রের দূতাবাসে এই তালিকা হস্তান্তর করা হয়। আর্জেন্টাইন মন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ থাকবেন এসব ফুটবল ভক্ত।

আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ। এই মহাআসরে আর্জেন্টিনার দুই বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট অংশ নেবে। যেকোনো পরিস্থিতিতে আর্জেন্টাইন উগ্রবাদী সমর্থকদের সামাল দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাংবাদিকদের প্যাট্রিসিয়া বুলরিচ বলেন, ‘তালিকাটিতে এমন ১৫ হাজারের বেশি ব্যক্তির নাম রয়েছে, যাদের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধে জড়িত কোনো সহিংস ব্যক্তি এই ক্রীড়া ইভেন্টে অংশ নিতে পারবে না।’

বুলরিচ আরও বলেন, ‘উগ্র সমর্থকদের জন্য ‘ট্রিবিউনা সেগুরা’ এখন পর্যন্ত ১,৩২৮টি ম্যাচে ৪ মিলিয়নেরও বেশি মানুষকে পর্যবেক্ষণ করেছে। আমরা ১ হাজার ১৬৬ জন গ্রেফতারি পরোয়ানা থাকা ব্যক্তিকে শনাক্ত করেছি। এছাড়া, স্টেডিয়ামে প্রবেশ সীমিত করার জন্য ৪০টির বেশি প্রশাসনিক আদেশ জারি করেছি।’

আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী জানান, তার মন্ত্রণালয়ের কাছে মার্কিন ভিসাকেন্দ্রের তথ্য নেই। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ নিজেই এই তালিকার সঙ্গে অভিবাসন তথ্য যাচাই করবে। তিনি যোগ করেন, “তারা অভিবাসন বিষয়ে খুবই কঠোর, তারাই যাচাই-বাছাইয়ের কাজ করবে।” ধারণা করা হচ্ছে, এই তালিকা ২০২৬ বিশ্বকাপের ক্ষেত্রেও কাজে লাগানো হবে।
এদিকে নিউইয়র্ক টাইমস এবং রয়টার্সের খবরে বলা হয়েছে, এই তালিকাটি তৈরি করা হয়েছে ‘ট্রিবিউনা সেগুরা’ (নিরাপদ গ্যালারি) নামক একটি প্রোগ্রামের মাধ্যমে। এটি আর্জেন্টিনার বিভিন্ন স্টেডিয়ামে নিষিদ্ধ ব্যক্তিদের শনাক্ত করতে সহায়তা করে।
উল্লেখ্য, এবার ক্লাব বিশ্বকাপে বোকা জুনিয়র্স গ্রুপ ‘সি’-তে বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি ও বেনফিকার বিপক্ষে খেলবে। আর আরেক আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট খেলবে গ্রুপ ‘ই’-তে। যেখানে তাদের প্রতিপক্ষ উরাওয়া রেড ডায়মন্ডস, মন্টেরে ও ইন্টার মিলান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

বিশ্বকাপে নিষিদ্ধ ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক

Update Time : ০৬:৫৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

আগামী মাস থেকে মাঠে গড়াবে ক্লাব বিশ্বকাপ। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টটির আয়োজক যুক্তরাষ্ট্র। ফুটবলের বড় দুই আসর আয়োজনের দায়িত্ব পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৫ সালে হবে ফিফা ক্লাব বিশ্বকাপ আর ঠিক ১ বছর পর যৌথভাবে যুক্তরাষ্ট্র আয়োজন করবে ফিফা বিশ্বকাপ।

যুক্তরাষ্ট্রের দূতাবাসে ১৫ হাজার সহিংস ফুটবল ভক্তের তালিকা দিয়েছেন আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ। সোমবার (১২ মে) বুয়েন্স এইরেসে যুক্তরাষ্ট্রের দূতাবাসে এই তালিকা হস্তান্তর করা হয়। আর্জেন্টাইন মন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ থাকবেন এসব ফুটবল ভক্ত।

আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ। এই মহাআসরে আর্জেন্টিনার দুই বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট অংশ নেবে। যেকোনো পরিস্থিতিতে আর্জেন্টাইন উগ্রবাদী সমর্থকদের সামাল দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাংবাদিকদের প্যাট্রিসিয়া বুলরিচ বলেন, ‘তালিকাটিতে এমন ১৫ হাজারের বেশি ব্যক্তির নাম রয়েছে, যাদের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধে জড়িত কোনো সহিংস ব্যক্তি এই ক্রীড়া ইভেন্টে অংশ নিতে পারবে না।’

বুলরিচ আরও বলেন, ‘উগ্র সমর্থকদের জন্য ‘ট্রিবিউনা সেগুরা’ এখন পর্যন্ত ১,৩২৮টি ম্যাচে ৪ মিলিয়নেরও বেশি মানুষকে পর্যবেক্ষণ করেছে। আমরা ১ হাজার ১৬৬ জন গ্রেফতারি পরোয়ানা থাকা ব্যক্তিকে শনাক্ত করেছি। এছাড়া, স্টেডিয়ামে প্রবেশ সীমিত করার জন্য ৪০টির বেশি প্রশাসনিক আদেশ জারি করেছি।’

আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী জানান, তার মন্ত্রণালয়ের কাছে মার্কিন ভিসাকেন্দ্রের তথ্য নেই। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ নিজেই এই তালিকার সঙ্গে অভিবাসন তথ্য যাচাই করবে। তিনি যোগ করেন, “তারা অভিবাসন বিষয়ে খুবই কঠোর, তারাই যাচাই-বাছাইয়ের কাজ করবে।” ধারণা করা হচ্ছে, এই তালিকা ২০২৬ বিশ্বকাপের ক্ষেত্রেও কাজে লাগানো হবে।
এদিকে নিউইয়র্ক টাইমস এবং রয়টার্সের খবরে বলা হয়েছে, এই তালিকাটি তৈরি করা হয়েছে ‘ট্রিবিউনা সেগুরা’ (নিরাপদ গ্যালারি) নামক একটি প্রোগ্রামের মাধ্যমে। এটি আর্জেন্টিনার বিভিন্ন স্টেডিয়ামে নিষিদ্ধ ব্যক্তিদের শনাক্ত করতে সহায়তা করে।
উল্লেখ্য, এবার ক্লাব বিশ্বকাপে বোকা জুনিয়র্স গ্রুপ ‘সি’-তে বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি ও বেনফিকার বিপক্ষে খেলবে। আর আরেক আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট খেলবে গ্রুপ ‘ই’-তে। যেখানে তাদের প্রতিপক্ষ উরাওয়া রেড ডায়মন্ডস, মন্টেরে ও ইন্টার মিলান।