ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে চীন। এই সংকট সমাধানে দেশটি একটি গঠনমূলক ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছে। শনিবার (১০ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর জিও নিউজের।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘চীন, ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’
বিবৃতিতে উভয় দেশকে শান্তি ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে, উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এমন পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে শান্ত ও সংযম থাকার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া শান্তিপূর্ণ রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের পথে ফিরে আসার কথা বলা হয়েছে বিবৃতিতে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, চীন এই বিষয়ে একটি গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত জঙ্গিদের দায়ী করে। এর জবাবে ভারত ৭ মে পাকিস্তানের অভ্যন্তরে ‘অপারেশন সিঁদুর’ নামে বিমান হামলা চালায়, যেখানে ভারত জঙ্গি ঘাঁটি ধ্বংসের দাবি করে। পাকিস্তান এই হামলার তীব্র নিন্দা জানায় এবং পাল্টা হামলার হুমকি দেয়।
এরপর থেকে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে গোলাগুলি ও ড্রোন হামলার অভিযোগ করে আসছে। পাকিস্তান দাবি করেছে, তারা ৭৭টিরও বেশি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে এবং ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবিও করেছে। যদিও এসব দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। অন্যদিকে, ভারতের পক্ষ থেকে এসব বিষয়ে তেমন কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
এই ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। চীনের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে। চীন বরাবরই ভারত ও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে।