ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্বাস্থ্যের অবনতি হয়েছে। তার ফুসফুসের সংক্রমণের লক্ষণ দেখা গেছে। আজ বুধবার দিল্লীর সংশ্লিষ্ট হাসপাতাল এ তথ্য জানিয়েছে।
তবে এর আগে প্রণব মুখার্জীর ছেলে জানিয়েছিলেন, প্রণব মুখার্জীর অবস্থার উন্নতি হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে প্রণব মুখার্জীর মস্তিস্কে সার্জারি করা হয়েছিল। তিনি করোনাভাইরাস টেস্টেও পজিটিভ শনাক্ত হয়েছেন। গত ১০ আগস্ট প্রণব মুখার্জীর টুইটার অ্যাকাউন্ট থেকে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়।
দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রণব মুখার্জী।
হাসপাতালটি আজ বুধবার এক বিবৃতিতে জানায়, প্রণব মুখার্জীর মেডিকেল অবস্থার অবনতি হয়েছে। তার ফুসফুসে সংক্রমণের উপসর্গ বেড়েছে। প্রণব মুখার্জীকে অব্যাহতভাবে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
সূত্র : এনডিটিভি