Dhaka ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • Reporter Name
  • Update Time : ০৫:২০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ২২ Time View

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে রবিউল ইসলাম রনি (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত রবিউল ইসলাম রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের গোলজার মোল্লার ছেলে।

সোমবার (৫ মে) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে রবিউল ইসলাম রনিকে গুলি করে হত্যা করা হয়।

নিহতের স্বজন তানভীর হোসেন জানান, ঘটনার সময় একটি ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছিলেন রবিউল ইসলাম রনি। তখন ডাকাতরা নিকটস্থ একটি ব্যাংক ডাকাতি করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। ওই সময় ঘটনাস্থলের পাশ দিয়ে প্রাইভেটকারে বাড়ি ফিরছিলেন রবিউল ইসলাম রনি। এ সময় ডাকাতদের এলোপাথাড়ি গুলিতে ড্রাইভিং সিটেই তিনি নিহত হন।

পারিবারের দেওয়া তথ্যমতে, রবিউল ইসলাম রনি দীর্ঘ ২২ বছর পরিবারসহ দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। সেখানে তার ব্যবসাও আছে। আগামী বৃহস্পতিবার (৮ মে) রনির মরদেহ দেশে আসতে পারে বলে জানিয়েছেন নিহত রনির ভাইয়ের জামাতা তানভীর হোসেন আদনান। এদিকে রনির মৃত্যুতে তার পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এমন কোনো খবর এখনো পাইনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে যোগাযোগ করে এমন তথ্য পেলে জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Update Time : ০৫:২০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে রবিউল ইসলাম রনি (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত রবিউল ইসলাম রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের গোলজার মোল্লার ছেলে।

সোমবার (৫ মে) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে রবিউল ইসলাম রনিকে গুলি করে হত্যা করা হয়।

নিহতের স্বজন তানভীর হোসেন জানান, ঘটনার সময় একটি ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছিলেন রবিউল ইসলাম রনি। তখন ডাকাতরা নিকটস্থ একটি ব্যাংক ডাকাতি করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। ওই সময় ঘটনাস্থলের পাশ দিয়ে প্রাইভেটকারে বাড়ি ফিরছিলেন রবিউল ইসলাম রনি। এ সময় ডাকাতদের এলোপাথাড়ি গুলিতে ড্রাইভিং সিটেই তিনি নিহত হন।

পারিবারের দেওয়া তথ্যমতে, রবিউল ইসলাম রনি দীর্ঘ ২২ বছর পরিবারসহ দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। সেখানে তার ব্যবসাও আছে। আগামী বৃহস্পতিবার (৮ মে) রনির মরদেহ দেশে আসতে পারে বলে জানিয়েছেন নিহত রনির ভাইয়ের জামাতা তানভীর হোসেন আদনান। এদিকে রনির মৃত্যুতে তার পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এমন কোনো খবর এখনো পাইনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে যোগাযোগ করে এমন তথ্য পেলে জানানো হবে।