Dhaka ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সাগরের মাঝে ভয়ানক আলকাট্রাজ কারাগার ফের চালুর নির্দেশ ট্রাম্পের

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ১৯ Time View

সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝে অবস্থিত ভয়ানক আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ছয় দশক আগে বন্ধ হয়ে যাওয়া কারাগারটিকে কুখ্যাত ও দাগী অপরাধীদের জন্য আধুনিকভাবে সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করে আবারও চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় রুশ বার্তাসংস্থা তাস।

প্রতিবেদন অনুযায়ী, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বিবৃতিতে ট্রাম্প লিখেছেন, আলকাট্রাজ পুনর্নির্মাণ করুন এবং খুলে দিন! বহুদিন ধরে আমেরিকা সহিংস ও ধারাবাহিক অপরাধীদের দ্বারা জর্জরিত। এরা সমাজের জঞ্জাল, যারা সমাজে কেবল দুঃখ ও দুর্ভোগই বয়ে আনে।

তিনি লিখেন, অতীতে, যখন আমরা আরও সিরিয়াস জাতি ছিলাম, তখন আমরা ভয়ঙ্কর অপরাধীদের বিনা দ্বিধায় আটক করতাম এবং জনসাধারণ থেকে দূরে রাখতাম। এখন আবার সেই সময় ফিরিয়ে আনার দরকার। এইসব অপরাধীর দৌরাত্ম্য আর সহ্য করা হবে না।

বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেন, আমরা আর অপরাধীদের হাতে জিম্মি থাকব না; না কোনো দুর্বল বিচারকের হাতে, না কোনো ব্যর্থ আইন ব্যবস্থার হাতে। যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এবং অপরাধে লিপ্ত হয়েছে, তাদের কঠোরভাবে দমন করা আমাদের দায়িত্ব। নতুন করে চালু হওয়া আলকাট্রাজ হবে আইন, শৃঙ্খলা ও ন্যায়ের প্রতীক।

উল্লেখ্য, সান ফ্রান্সিসকো উপসাগরের একটি দ্বীপে অবস্থিত আলকাট্রাজ কারাগারটি নির্মিত হয় ১৯১২ সালে। ১৯২০ সালের মধ্যেই এটি বন্দিতে পূর্ণ হয়ে যায়। শুরুতে এটি দীর্ঘমেয়াদি সামরিক কারাগার হিসেবে ব্যবহৃত হলেও পরে কুখ্যাত অপরাধীদের কঠোর শাস্তির জায়গা হিসেবে পরিচিতি পায়। ১৯৩৬ সালে এটি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আওতায় আসে এবং কঠোর নিরাপত্তার একটি কারাগারে রূপ নেয়। পরবর্তীতে ১৯৬৩ সালে কারাগারটি বন্ধ করে দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

সাগরের মাঝে ভয়ানক আলকাট্রাজ কারাগার ফের চালুর নির্দেশ ট্রাম্পের

Update Time : ০৮:৩৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝে অবস্থিত ভয়ানক আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ছয় দশক আগে বন্ধ হয়ে যাওয়া কারাগারটিকে কুখ্যাত ও দাগী অপরাধীদের জন্য আধুনিকভাবে সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করে আবারও চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় রুশ বার্তাসংস্থা তাস।

প্রতিবেদন অনুযায়ী, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বিবৃতিতে ট্রাম্প লিখেছেন, আলকাট্রাজ পুনর্নির্মাণ করুন এবং খুলে দিন! বহুদিন ধরে আমেরিকা সহিংস ও ধারাবাহিক অপরাধীদের দ্বারা জর্জরিত। এরা সমাজের জঞ্জাল, যারা সমাজে কেবল দুঃখ ও দুর্ভোগই বয়ে আনে।

তিনি লিখেন, অতীতে, যখন আমরা আরও সিরিয়াস জাতি ছিলাম, তখন আমরা ভয়ঙ্কর অপরাধীদের বিনা দ্বিধায় আটক করতাম এবং জনসাধারণ থেকে দূরে রাখতাম। এখন আবার সেই সময় ফিরিয়ে আনার দরকার। এইসব অপরাধীর দৌরাত্ম্য আর সহ্য করা হবে না।

বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেন, আমরা আর অপরাধীদের হাতে জিম্মি থাকব না; না কোনো দুর্বল বিচারকের হাতে, না কোনো ব্যর্থ আইন ব্যবস্থার হাতে। যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এবং অপরাধে লিপ্ত হয়েছে, তাদের কঠোরভাবে দমন করা আমাদের দায়িত্ব। নতুন করে চালু হওয়া আলকাট্রাজ হবে আইন, শৃঙ্খলা ও ন্যায়ের প্রতীক।

উল্লেখ্য, সান ফ্রান্সিসকো উপসাগরের একটি দ্বীপে অবস্থিত আলকাট্রাজ কারাগারটি নির্মিত হয় ১৯১২ সালে। ১৯২০ সালের মধ্যেই এটি বন্দিতে পূর্ণ হয়ে যায়। শুরুতে এটি দীর্ঘমেয়াদি সামরিক কারাগার হিসেবে ব্যবহৃত হলেও পরে কুখ্যাত অপরাধীদের কঠোর শাস্তির জায়গা হিসেবে পরিচিতি পায়। ১৯৩৬ সালে এটি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আওতায় আসে এবং কঠোর নিরাপত্তার একটি কারাগারে রূপ নেয়। পরবর্তীতে ১৯৬৩ সালে কারাগারটি বন্ধ করে দেওয়া হয়।