Dhaka ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যেই নির্বাচন দিতে হবে’

  • Reporter Name
  • Update Time : ০৯:৫০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ৩০ Time View

প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে কুমিল্লার লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের জামায়াতের নায়েবে আমির কালও বলেছেন, সরকার বলেছে ২০২৬ সালের জুন অথবা চলতি বছরের ডিসেম্বর, আপনি যেসময় পারেন নির্বাচন দেন। তবে আগের মতো কোনো নির্বাচন বাংলার মানুষ হতে দেবে না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন নিরপেক্ষ গড়ে তোলার জন্য পুলিশ এবং প্রশাসনের সংস্কার শেষ করে খুনি হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে।

তিনি আরও বলেন, জনমনে আতঙ্ক ছড়াচ্ছে পলাতক স্বৈরাচাররা। দেশ থেকে পাচার করা টাকা তারা এখন দেশের বিরুদ্ধে গুজব ছড়াতে খরচ করে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে তাদের ষড়যন্ত্র থেমে নেই।

কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এ টি এম মাছুম,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব, কুমিল্লা (দক্ষিণ) জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, সেক্রেটারী ও কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে প্রার্থী ডক্টর সৈয়দএ কে এম সারওয়ার উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মুহাম্মদ ইয়াছিন আরাফাত, কুমিল্লা (দক্ষিণ) জেলা সহকারী সেক্রেটারী ডা. মো. আবদুল মবিন, মু. মাহফুজুর রহমান ও জামায়াতের কুমিল্লা (দক্ষিণ) জেলা মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন ,জামায়াতের লাকসাম পৌরসভা আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, জামায়াতের লাকসাম উপজেলা সেক্রেটারী মু. জোবায়ের ফ্যামিলির,জামায়াতের লাকসাম উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, জামায়াতের লাকসাম পৌরসভা সেক্রেটারী মু.শহীদ উল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

‘প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যেই নির্বাচন দিতে হবে’

Update Time : ০৯:৫০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে কুমিল্লার লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের জামায়াতের নায়েবে আমির কালও বলেছেন, সরকার বলেছে ২০২৬ সালের জুন অথবা চলতি বছরের ডিসেম্বর, আপনি যেসময় পারেন নির্বাচন দেন। তবে আগের মতো কোনো নির্বাচন বাংলার মানুষ হতে দেবে না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন নিরপেক্ষ গড়ে তোলার জন্য পুলিশ এবং প্রশাসনের সংস্কার শেষ করে খুনি হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে।

তিনি আরও বলেন, জনমনে আতঙ্ক ছড়াচ্ছে পলাতক স্বৈরাচাররা। দেশ থেকে পাচার করা টাকা তারা এখন দেশের বিরুদ্ধে গুজব ছড়াতে খরচ করে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে তাদের ষড়যন্ত্র থেমে নেই।

কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এ টি এম মাছুম,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব, কুমিল্লা (দক্ষিণ) জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, সেক্রেটারী ও কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে প্রার্থী ডক্টর সৈয়দএ কে এম সারওয়ার উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মুহাম্মদ ইয়াছিন আরাফাত, কুমিল্লা (দক্ষিণ) জেলা সহকারী সেক্রেটারী ডা. মো. আবদুল মবিন, মু. মাহফুজুর রহমান ও জামায়াতের কুমিল্লা (দক্ষিণ) জেলা মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন ,জামায়াতের লাকসাম পৌরসভা আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, জামায়াতের লাকসাম উপজেলা সেক্রেটারী মু. জোবায়ের ফ্যামিলির,জামায়াতের লাকসাম উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, জামায়াতের লাকসাম পৌরসভা সেক্রেটারী মু.শহীদ উল্লাহ।