Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনে ঢাকায় ফিরছে কম, যাচ্ছে বেশি

  • Reporter Name
  • Update Time : ০৬:৩১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ১৫ Time View

দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন হয়ে রাজধানী শহরে এখনও কম সংখ্যক মানুষ ফিরছেন। সেই তুলনায় অধিকাংশ মানুষ ঢাকা ত্যাগ করছেন। ঈদ উপলক্ষ্যে সরকারি-বেসরকারি ছুটি আরও ২ দিন আছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ঈদের চতুর্থ দিন ও ট্রেনে ফিরতি যাত্রার প্রথম দিন ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্ল্যাটফর্মগুলোর বেঞ্চে অনেক যাত্রী অপেক্ষা করছেন নির্ধারিত ট্রেনের জন্য। অপরদিকে বিভিন্ন গন্তব্য থেকে আসা ট্রেনগুলো অনেকটা ফাঁকাই ছিল। ট্রেনগুলো যথা নিয়মেই যাতায়াত করছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা যাচ্ছেন তারা ঈদের ভিড় ঠেলে যেতে পারেননি। ফলে এখন স্বচ্ছন্দে যাচ্ছেন। আর ফিরতি যাত্রীরা বলছেন, ভিড় হওয়ার আগেই ঢাকায় ফিরছেন তারা।

তারাকান্দি থেকে ফিরতি যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রী নাবিল হাসান বলেন, আগামীকালও ছুটি আছে। ঢাকায় একটা দিন বিশ্রাম করে তারপর অফিস শুরু করবো। অফিস শুরুর আগের দিন আসলে সব অগোছালো লাগে। এজন্য আজ ফেরত আসা। বাড়িতে পরিবারের সঙ্গেও খুব ভালো সময় কেটেছে।

তিনি আরও বলেন, আজ ট্রেনের যাত্রীর চাপ কমই ছিল। ট্রেনে উঠতে ও বিরতি স্টেশনগুলো থেকে কমই যাত্রী ট্রেনে উঠেছে। খুব আরাম করে আসা গেছে।

পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী আশরাফুন নাহার মিম বলেন, ছোট বাচ্চা নিয়ে ঈদের আগে ভিড় ঠেলে বাড়ি যাওয়া সম্ভব হয়নি। ফলে আজ যাচ্ছি। এখন খুব রিলাক্সে যাওয়া যাচ্ছে। ওই সময় তো ট্রেনের ভেতর পা রাখারও জায়গা পাওয়া যায় না।

স্টেশনের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত দেশের বিভিন্ন গন্তব্যে ১২টি আন্তঃনগর ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। আর বেশকিছু রাতের ট্রেন বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

ট্রেনে ঢাকায় ফিরছে কম, যাচ্ছে বেশি

Update Time : ০৬:৩১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন হয়ে রাজধানী শহরে এখনও কম সংখ্যক মানুষ ফিরছেন। সেই তুলনায় অধিকাংশ মানুষ ঢাকা ত্যাগ করছেন। ঈদ উপলক্ষ্যে সরকারি-বেসরকারি ছুটি আরও ২ দিন আছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ঈদের চতুর্থ দিন ও ট্রেনে ফিরতি যাত্রার প্রথম দিন ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্ল্যাটফর্মগুলোর বেঞ্চে অনেক যাত্রী অপেক্ষা করছেন নির্ধারিত ট্রেনের জন্য। অপরদিকে বিভিন্ন গন্তব্য থেকে আসা ট্রেনগুলো অনেকটা ফাঁকাই ছিল। ট্রেনগুলো যথা নিয়মেই যাতায়াত করছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা যাচ্ছেন তারা ঈদের ভিড় ঠেলে যেতে পারেননি। ফলে এখন স্বচ্ছন্দে যাচ্ছেন। আর ফিরতি যাত্রীরা বলছেন, ভিড় হওয়ার আগেই ঢাকায় ফিরছেন তারা।

তারাকান্দি থেকে ফিরতি যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রী নাবিল হাসান বলেন, আগামীকালও ছুটি আছে। ঢাকায় একটা দিন বিশ্রাম করে তারপর অফিস শুরু করবো। অফিস শুরুর আগের দিন আসলে সব অগোছালো লাগে। এজন্য আজ ফেরত আসা। বাড়িতে পরিবারের সঙ্গেও খুব ভালো সময় কেটেছে।

তিনি আরও বলেন, আজ ট্রেনের যাত্রীর চাপ কমই ছিল। ট্রেনে উঠতে ও বিরতি স্টেশনগুলো থেকে কমই যাত্রী ট্রেনে উঠেছে। খুব আরাম করে আসা গেছে।

পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী আশরাফুন নাহার মিম বলেন, ছোট বাচ্চা নিয়ে ঈদের আগে ভিড় ঠেলে বাড়ি যাওয়া সম্ভব হয়নি। ফলে আজ যাচ্ছি। এখন খুব রিলাক্সে যাওয়া যাচ্ছে। ওই সময় তো ট্রেনের ভেতর পা রাখারও জায়গা পাওয়া যায় না।

স্টেশনের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত দেশের বিভিন্ন গন্তব্যে ১২টি আন্তঃনগর ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। আর বেশকিছু রাতের ট্রেন বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসেছে।