ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর অবস্থা স্থিতিশীল (হেমোডায়নামিক্যালি স্ট্যাবল)। তার স্বাস্থ্যের অবস্থা এখনও সংকটজনক। আপাতত তিনি ভেন্টিলেটরে আছেন।
বুধবার দেওয়া এক টুইটার পোস্টে প্রণব মুখার্জীর সবশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।
পোস্টে তিনি বলেছেন, ‘আপনাদের সবার প্রার্থনায়, আমার বাবা হেমোডায়নামিক্যালি স্ট্যাবল আছেন। তার সুস্থতার জন্য সবাই প্রার্থনা করুন।’
অপরদিকে, বৃহস্পতিবার আরেক পোস্টে অভিজিৎ ক্ষোভ প্রকাশ করে টুইটারে লিখেছেন, ‘আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় এখনও বেঁচে আছেন এবং তার অবস্থা হেমোডায়নামিক্যালি স্ট্যাবল।’
তিনি লিখেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিখ্যাত সাংবাদিকরা গুজব ও ভুয়া সংবাদ ছড়াচ্ছেন। ভারতের মিডিয়া যে ভুয়া সংবাদের কারখানা হয়ে গেছে এসব আচরণ সেটাই প্রমাণ করে।’
প্রসঙ্গত, ১০ আগস্ট প্রণব মুখার্জী দিল্লি ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি হন। তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তার অবস্থা আশঙ্কাজনক এবং তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।
দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, প্রণব মুখার্জীর স্বাস্থ্যের অবস্থা এখনও সংকটজনক। আপাতত তিনি ভেন্টিলেটরে আছেন। তবে হেমোডায়নামিক্যালি স্ট্যাবল রয়েছেন তিনি।’